ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে এবং আরেকজনকে সতর্ক করেছে।
ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার পাশাপাশি ভারতীয় নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার (২৮ ডিসেম্বর) ডেকান হেরাল্ড এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, নিষিদ্ধ হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন মেহমুদ হাসান, যিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। অপরজন সামিউল ইসলাম, যিনি এলএলবিতে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছেন এবং ভবিষ্যতে এএমইউ-তে আর ভর্তি হতে পারবেন না। আরেক শিক্ষার্থী, মোহাম্মদ আরিফুর রহমান, যিনি বিএ অর্থনীতিতে অধ্যয়নরত এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাকে সতর্ক করা হয়েছে। তার বর্তমান কোর্স শেষ হলে তিনি আর সেখানে পড়াশোনা করতে পারবেন না।
ইসকন নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ভারতীয় নারীদের নিয়ে অশোভন বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, গত মাসে বাংলাদেশে হিন্দুধর্মীয় বক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ইসকন নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই সময় এই তিন শিক্ষার্থী সংগঠনটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশ-বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে। এমনকি ভারতের বাংলাভাষী জনগোষ্ঠীও এর কারণে নানা ধরনের হেনস্তার শিকার হচ্ছেন বলে জানা গেছে।
আরএস//বিএন