ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।নিজেই এমন প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।ফিলিস্তিনের জায়গা দখলকারী উগ্র ইসরাইলিদের ধবংসাত্বক কর্মতৎপরতা সম্পর্কে ইইউ উদ্বীগ্ন বলে উল্লেখ করেন তিনি।
গতকাল সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বোরেল সাংবাদিকদের বলেন, এবার ইসরাইলকে জবাব দেওয়ার সময় হয়েছে।পশ্চিমতীরে যারা সহিংসতা চালাচ্ছে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
গত ৭ই অক্টোবর থেকে নতুনকরে শুরু হওয়া ইসরাইল-হামাসের যুদ্ধে এই দখলদারী বর্ববরতা দ্বিগুন হয়েছে।তবে নিষেধাজ্ঞার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেননি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। তবে তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরামর্শ দেবেন তিনি।