গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার নিয়ে পিঠা উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন রক্তিমা। সোমবার (১৩ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের বটতলাতে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রক্তিমার সভাপতি সিরাজুম মুনিরা সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন ও রক্তিমার সদস্যরা।
এদিন পিঠা উৎসবকে কেন্দ্র করে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তিমার নিজস্ব টি-শার্টও প্রদর্শন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতি সিরাজুম মুনিরা বলেন, রক্তিমা একটা সামাজিক সংগঠন। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক দিকটা তুলে ধরতেই এই আয়েজন এবং এ অনুষ্ঠানের মাধ্যমে রক্তিমার প্রচার ও প্রসার লাভ করবে। আমরা নিজ পরিবার দূরে রেখে এখানে অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একটা পরিবার। এ উৎসবের মাধ্যমে আমাদের ভালোবাসা আরো সুসংগঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পিঠা বাংলাদেশের সংস্কৃতির সাথে জড়িত। এর সাথে কোনো ধর্ম বর্ণের সম্পর্ক নেই। তোমাদের এই আয়োজন আমাকে বিমোহিত করেছে। এর পাশাপাশি তোমরা ব্লাড গ্রুপ চেক করার ব্যবস্থা করেছো, যা প্রশংসার দাবীদার।’