ঢাকার গুলশান থেকে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন:
“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হবে, সে বিষয়টি প্রক্রিয়াধীন।”
জাহাঙ্গীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়।
আরএস