আতাউর শাওন, নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনা
আজ মংগলবার ঈশ্বরদী, পাবনাতে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা ৮ দফা দাবী আদায়ে ক্লাশ বর্জন এবং বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি পাবনার রেলগেট থেকে শুরু হয়ে এটিআই ক্যাম্পাসে শেষ হয়।
কৃষি ডিপ্লোমা শেষে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, কৃষি সম্পর্কিত চাকুরিগুলোতে অগ্রাধিকার প্রদান এবং মাঠ পর্যায়ে পদায়ন পাওয়া চাকুরিজীবীদের আলাদা বেতন-ভাতাসহ ৮টি দাবীর কথা বিক্ষোরত শিক্ষার্থীরা তুলে ধরেন।
তাদের আট দফা দাবিসমূহ:
১। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়গলোতে উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে।
২। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারি হিসেবে গেজেট প্রকাশ করতে হবে এবং প্রতিযোগিতা নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩। কৃষি ডিপ্লোমা শিক্ষানবিস মাল উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
৪। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.আই.ই এর অধিকার থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি শিক্ষার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
৫। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
৬। ডিপ্লোমা কৃষিবিদদের কোর্টসরকারী চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে।
৭। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
৮। উপসহকারী কৃষি কর্মকর্তা-দদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে
উক্ত দাবীগুলোর সাথে একত্বতা প্রকাশ করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিউটিশন বাংলাদেশ( বিকেআইবি)। তিনি বলেন শিক্ষার্থীদের এই দাবীগুলো যৌক্তিক এবং বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী পেশ করেন।