নির্বাচনের আগে টানা আন্দোলন, হরতাল-অবরোধ আর অসহযোগের কর্মসূচি নিয়ে মাঠে থাকা বিএনপি ভোটের পর অনেকটাই নীরব। তবে নির্বাচন ও সংসদ বাতিলের দাবিতে নতুন করে চলতি সপ্তাহে কালো পতাকা মিছিল করেছে দলটি।
এছাড়া সরকার পতন আন্দোলনের নতুন কৌশল নিয়ে মাঠে থাকার কথাও জানিয়েছেন তারা। বলেছেন, শিগগিরই আসছে নির্বাচন ও সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের ভিন্ন কর্মসূচি। শুধু উপজেলা নির্বাচনই নয়, সরকারের কোনো কাজেই বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির নেতারা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচন নিয়ে মোটেও চিন্তিত নয় বলে জানান বিএনপির নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অধীন বিএনপির নেতাকর্মীরা কোনো কাজে অংশগ্রহণ তা নির্বাচনই হোক আর যা-ই হোক, কখনো পক্ষে থাকবে না। বরং আন্দোলনে তারা উদ্যমী এবং একটি বৃহত্তম আন্দোলন গড়ে তোলার জন্য তারা প্রত্যেকেই প্রস্তুত।