ইবি প্রতিনিধি: দ্রুত উপাচার্যের নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময়, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়’, ‘সংস্কারমনা ভিসি চাই’ ‘দুর্নীতিমুক্ত ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘সেশনজটর কবর চাই’ সহ বিভিন্ন শ্লোগান দেয় আন্দোলনকারীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত তিন মাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী একদিন ও ঠিক মতো ক্লাস করতে পারেনি। আমাদের সদ্য সাবেক উপাচার্য সবসময় বিভিন্ন দুর্নীতি কান্ডে জড়িয়ে থাকতেন। ঠিক মত বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতেন না। যার ফলে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন সমস্যায় পড়তে হতো। তাই আমরা অতিদ্রুত একজন সৎ যোগ্য ব্যক্তিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দেখতে চাই’।
সমন্বয়ক এস এম সুইট বলেন:
“সারা বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হলেও, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য দেওয়া হয়নি। দীর্ঘ দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় আমাদের বিভাগ গুলো সেশনজটে পড়ছে। আমরা চাই অতিদ্রুত একজন সৎ যোগ্য উপাচার্য। যার নেতৃত্বে আমরা এসব সমস্যা থেকে পরিত্রাণ পাবো।”
তামিম/আরএস