চলমান কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের দায়িত্বহীনতায় পুলিশের গুলিতে নিহত আবু সাইদের হত্যার প্রতিবাদে কুশপুত্তলিকা পুড়িয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গেটে এই কুশপুত্তলিকা পোড়ানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হাসিবুর রশীদ ও প্রক্টর মো. শরিফুল ইসলামের ক্যম্পাসে উপস্থিত থাকার পরও পুলিশ সাধারণ শিক্ষার্থীরদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। উপাচার্য এবং প্রক্টরের এমন দায়িত্বহীনতা ও নীরব ভূমিকার কারণে আবু সাইদ শহিদ হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা জানান।
গত (১৬ জুলাই) দুপুর ২ টার দিকে রংপুর নগরীর খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।
নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।