বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোনো শিক্ষক উপাচার্য হওয়ার উপযুক্ত নন উল্লেখ করে ৫ কর্মদিবসের ভেতর উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান তাঁরা।
ব্রিফিংয়ে শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “আপনারা জানেন বিগত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুথানে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার পতনের মধ্যে দিয়ে বাংলাদেশে উদিত হয়েছে নতুন এক সূর্য এবং শুরু হয়েছে ঐক্যবদ্ধ সংস্কার।এই দেশ সংস্কারের সুশৃঙ্খল ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই গণ অভ্যুথানের স্পৃহাবিন্দু শহিদ আবু সাঈদের নিহতের সাথে জড়িত অপরাধিদের বিচারের স্বার্থে, আহত সকল শিক্ষার্থীর সু-চিকিৎসা নিশ্চিতকরণের স্বার্থে এবং সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একজন ভাইস-চ্যান্সেলরের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ভারপ্রাপ্ত উপাচার্য হওয়ার উপযুক্ত নন। এমতাবস্থায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ইউজিসি, শিক্ষা মন্ত্রাণলায় সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি এই যে, আগামী পাচ কর্মদিবসের মধ্যে সৎ, যোগ্য, মেরুদণ্ড সম্পন্ন এবং বিশ্বমানের পাঠ পরিকল্পনার সাথে সংযুক্ত এমন একজনকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিতে হবে।”
আরএ//