কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-উরুগুয়ে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলকে হারিয়ে সেমিতে কলম্বিয়ার সামনে পড়েছে উরুগুয়ে। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে চলতি আসরে অপরাজিত থাকা উরুগুয়ে।
প্রথম টাইব্রেকার নিতে আসেন ফেদে ভালভার্দে। কোনোরকম ভুল করেননি তিনি। বামপ্রান্তে ঝাঁপ দিয়েছিলেন গোলরক্ষক অ্যালিসন বেকারও। কিন্তু বলের নাগাল পাননি। অন্যদিকে,ব্রাজিল প্রথম শটটাই মিস করে, এডার মিলিটাওয়ের শট ফিরিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রকেট। উরুগুয়ে দ্বিতীয় শটেও সফল হয়। আন্দ্রেস পেরেইরা ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন দ্বিতীয় শট নিতে এসে।
তৃতীয় শটেও গোল পায় উরুগুয়ে,কিন্তু ব্রাজিল আবার মিস করে। ফলে অনেকটা আশা হারিয়ে ফেলে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু অ্যালিসন উরুগুয়ের চতুর্থ শট ফিরিয়ে ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন। গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও হতাশ করেননি। কিন্তু পঞ্চম শট নিয়েই ম্যাচের ফল নির্ধারণ করে দেয় উরুগুয়ে। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল।
ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র দুই হলুদ কার্ড পেয়ে নিষেধাজ্ঞার মুখে থাকায় ম্যাচে খেলতে পারেননি, যার বদলে মাঠে ছিল এন্ড্রিক ।কিন্তু তাকে নিয়ে এত আলোচনার কী কারণ সেটা প্রমাণ করতে পারেননি ম্যাচে।
ম্যাচের ৬০ শতাংশ বল দখলে ছিল ব্রাজিলের, লক্ষ্যে ছিল ৩টি শটও। অপরদিকে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ লক্ষ্যে শট রাখা উরুগুয়ে এই ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।
এমনকি ম্যাচের ৭৪তম মিনিটে রদ্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখা ন্যাথান নন্দেজের কারণে দশ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ের বিপক্ষে পারেনি কাঙ্খিত গোল বের করতে।
অপর দিকে, পূর্বের ম্যাচে কলম্বিয়া করে ৫-০ গোলে হারিয়েছিল পানামা। সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও উরুগুয়ে, এবং অন্য সেমিফাইনালে কানাডা ও আর্জেন্টিনা মুখোমুখি হবে।