বিশেষ প্রতিনিধি
সকাল ৮টা বাজার সাথে সাথেই খুলনা চার আসনে শুরু হয় ভোট গ্রহন। সকাল থেকে বেলা সারে ১১টা পর্যন্ত উৎসবমুখর ভাবে ভোট গ্রহণ ও ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া নিয়ে খুলনা-৪ আসন। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট প্রহন। বেলা সারে ১১টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত, তবে বেলা বাড়ার সাথে সাথেই ভোটারদের উপস্থিতি কমেছে। দলীয় নেতা-কর্মীরা ভোটারদের উপস্থিতি বাড়াতে কাজ করছেন।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, সকালে অনেক ভোট কাস্ট হয়েছে। দুপুরে সাধারণ ভোটাররা খাওয়া-দাওয়া করে সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। লাঞ্চের পর ভোটার সংখ্যা বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন।
এখন পর্যন্ত কোথাও সহিংসতা ও ভোট কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। প্রশাসন রয়েছেন সতর্ক অবস্থানে। যেকোনো অপৃতিকর পরিস্থিতি মোকাবেলার আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।
আকবর আলী রাতুল
খুলনা থেকে