ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়।
এবছর এইচ.এস.সি ও সমমানের পরীক্ষাটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিকর পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষা নিয়েও শিক্ষার্থীদের ছিল নানান দাবি দাওয়া। সবকিছুর পর আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে অন্তরবর্তীকালীন সরকার।