বয়স আশির কোঠায় পেরিয়েছে, কিন্তু অমিতাভ বচ্চন এখনো সজীব ও প্রাণবন্ত। সম্প্রতি মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬’–এর সঞ্চালনার দায়িত্বে আছেন।
সিনেমা থেকে রিয়েলিটি শো—সবকিছুই সমান দক্ষতায় সামলাচ্ছেন বিগ বি। কিন্তু এত কাজ করার পেছনে কী কারণ, কেন এখনো এত পরিশ্রম করছেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মনে।
এই প্রশ্নের উত্তরও দিয়েছেন অমিতাভ বচ্চন। তিনি জানান, এটি তার জন্য কাজের সুযোগ। ভক্তদের উদ্দেশে তিনি সোজাসাপ্টা বলেন, “কোনো সমস্যা আছে এতে?”
বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে অমিতাভ বলেন, “ওরা আমাকে সেটে দেখলেই এই প্রশ্ন করে, কেন আমি কাজ করছি, কী কারণ? এর সঠিক কোনো উত্তর আমার কাছে নেই। শুধু মনে হয়, এটি আরেকটি নতুন কাজের সুযোগ। যেমন আপনাদের আমাকে নিয়ে মতামত দেওয়ার অধিকার আছে, তেমনি আমারও কাজ করার স্বাধীনতা রয়েছে।”
বিগ বি আরও বলেন, “আমার কাজ করার কারণটা আমার নিজের, এবং সেটা আমার কাছেই থাকবে। আমি কাজ করব, ব্যস। এতে আপনার কোনো সমস্যা থাকলে, যান, একটা কাজ খুঁজে নিন।”
সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অমিতাভ বচ্চন অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেন। ছবিতে প্রধান চরিত্রে ছিলেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। ছবিটি বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে।
এমএ//