শনিবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলেন ক্যাটরিনা। সেখানে এই অভিনেত্রীকে বিরাট কোহলির সম্পর্কে কিছু বলতে বলেন এক ভক্ত। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যাটরিনা লেখেন, বিরাট ‘সুপারস্টার, অনুপ্রেরণা আর সবচেয়ে সুন্দর প্রতিবেশী।’
উল্লেখ্য, মুম্বাইয়ের জুহুর বিলাসবহুল আবাসনে বাস করেন বিরাট-আনুশকা। বছর কয়েক আগেই এই আবাসনেই ফ্ল্যাট কেনেন ভিকি-ক্যাটরিনা। সেই সূত্রেই দুই তারকা দম্পতি প্রতিবেশী। একই ভবনে তারা থাকছেন বেশ কয়েক বছর ধরে।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কে জিতবেন? এমন প্রশ্নও করা হয় অভিনেত্রীকে। তার জবাবে ভারতের তেরঙা জাতীয় পতাকার ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, অবশ্যই ভারত।”এটা আবার কোনও প্রশ্ন হল নাকি?”
ক্যাটরিনার এই প্রশ্নোত্তর পর্বে সলমন খানও যোগ দেন। “জিনে কে… গানে আমি তোয়ালে ব্যবহার করেছি আর আপনি টাইগার-এ তোয়ালে ব্যবহার করেছেন। এটা কি কপি হচ্ছে নাকি ক্যাট?” প্রশ্ন করেন ভাইজান। পালটা জবাব দিয়ে ক্যাটরিনা লেখেন, “আপনি তোয়ালে ব্যবহার করেছেন, আর আমি তোয়ালে পরেছি।”