একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত: ড. মিজানুর রহমান আজহারী
দেশের বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসক বদল হয়েছে, কিন্তু জনগণ সেভাবে কিছুই পায়নি।
একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমাদের প্রয়োজন দুর্নীতিমুক্ত ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,” বলেন তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) যশোরে এক তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
ড. আজহারী বলেন, “গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে।
দুর্নীতি বন্ধ করতে হলে শুধু কমিশন নয়, কোরআনের নির্দেশনা প্রয়োগ করতে হবে।
তিনি ইসলামের আলোকে জীবন গঠনের ওপর জোর দিয়ে বলেন,
“কোরআনকে অনুসরণ না করলে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আমরা চাই সংসদ,
বঙ্গভবনসহ সরকারি অফিসগুলোতে ইসলামের প্রতীক কালেমার পতাকা উত্তোলিত হোক।”
দেশের জনসংখ্যাকে সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের জনসংখ্যা আশীর্বাদ।
এটি জনশক্তিতে রূপান্তর করতে পারলে বাংলাদেশ আরও ২০ গুণ উন্নতির শিখরে পৌঁছাবে।”
মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানুষই একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ।
প্রাকৃতিক ও খনিজ সম্পদের থেকেও মানবসম্পদ বেশি মূল্যবান। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আমাদের জনগণকে দক্ষ করে তুলতে হবে।”
বিদেশগামী শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের শ্রমিকরা বিদেশে কম বেতনে কাজ করেন। দক্ষ শ্রমিক পাঠাতে পারলে রেমিটেন্স বাড়ানো সম্ভব।”
পরিশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, “অল্প সময়ের জন্য হলেও আপনারা মানবসম্পদ উন্নয়নে
কাজ করুন এবং পরবর্তী সরকারের জন্য সংস্কারের ভিত্তি রেখে যান।”
তিন দিনব্যাপী এই মাহফিলে দেশজুড়ে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলের পাশাপাশি একটি চার দিনব্যাপী ইসলামী বইমেলা ও শিশুদের জন্য কিডস জোনের আয়োজন করা হয়। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরো খবর পড়ুন ।
আরএস