একদিনের বেতন সমপরিমাণ বেতনের টাকা বন্যার্তদের প্রদান করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের এই মানবিক কাজে যৌথভাবে অংশগ্রহণে দাবি তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ সহ বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তা কাজ করছেন।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন ক্রান্তিকালে এই ধরণের সহযোগিতা করে এসেছি। ইবি শিক্ষক সমিতি সব সংকটেই এটা করে থাকে।’