একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, `একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে’। শুক্রবার (১০ জানুয়ারি) সাংবাদিক নিখিল কামাথের পডকাস্ট চ্যানেল ‘জেরোধার’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
মোদি বলেন, “২০০৫ সালে যুক্তরাষ্ট্র আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। তখন আমি প্রকাশ্যে বলেছিলাম, একদিন এমন সময় আসবে, যখন সবাই ভারতীয় ভিসার জন্য লাইন ধরবে। আজ ২০২৫ সালে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এই সময়টি ভারতের। আমি তখনই বলেছিলাম, যারা প্রবাসী ভারতীয়, তারা যদি এখন দেশে ফিরে না আসেন, তবে ভবিষ্যতে আফসোস করবেন, কারণ পৃথিবী বদলে যাচ্ছে।”
উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। সেই দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম। তখন মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।
তবে, ২০১৪ সালে মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র তাকে এ-ওয়ান ভিসা প্রদান করে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও চান স্বতন্ত্র ভর্তি পরিক্ষা, সিদ্ধান্ত ১৫ জানুয়ারির মধ্যে আরো খবর পড়ুন ।