একাডেমিক পড়ালেখা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে অর্জিত দক্ষতাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত এবং ব্যক্তিজীবনকে উপকৃত করবে বলে মন্তব্য করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনকালে উপাচার্য এ সব কথা বলেন।
নবাগত শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য কিংবা র্যাগিংয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহবান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগ ও আবাসিক হলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেখানে যে কোনো অভিযোগ লিখিতভাবে জানাতে পারবে শিক্ষার্থীরা।