‘স্বৈরাচারী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে একদফা দাবি আদায়ের লক্ষ্যে’ রোববার (৪ আগস্ট) থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলন। এর মধ্যে সারাদেশের মত রাজশাহীতেও বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে দশটার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মিছিল শুরু হয়।
এসময় ‘আমার ভাই মরলো কেন, শেখ হাসিনা জবাব দে’, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবি’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমরা’, ‘এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাচিনা’, ‘ভারতের নায়িকা, পদত্যাগ করে যা’, ‘হইহই রইরই, ছাত্রলীগ গেলি কই’, ‘দিয়েছিতো রক্ত, আরো দেবো রক্ত’, ‘ছাত্রলীগের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো ‘, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সাড়ে দশটার দিক থেকে রুয়েট গেটের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে এসেছে শিক্ষক, অভিভবাকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অনেকের হাতে রয়েছে লাঠি, মাথায় পতাকা বাধা। আজ কাফনের কাপড় পড়ে স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। বেলা সোয়া এগারোটার দিকে এই প্রতিবেদন লেখার রুয়েট গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন হাজারো আন্দোলনকারী।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়