বুধবার (৬ ডিসেম্বর) ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া নামক স্থানে গোয়েন্দা ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেগুনের ভেতর ও পেটে করে ইয়াবা পাচারকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে বেগুনের মধ্যে থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত নারী মনোয়ারা বেগম স্বীকার করেছেন তার পেটে দুই হাজার ইয়াবা রয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, গ্রেপ্তার নারীকে এক্সরে করার জন্য পুলিশের হেফাজতে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।