রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১যুগ পূর্তি উপলক্ষ্যে আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ ও বেরোবি সাংবাদিকতা বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে র্যালি, বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি, কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোরশেদ হোসেন।
বিউটি মন্ডল এর সঞ্চালনায় ‘শতবর্ষে আবুল মনসুর আহমেদের সাংবাদিকতা’ প্রবন্ধ উপস্থাপন করেন ড. কাজল রশীদ শাহীন। প্রধান আলোচক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এবং ইমরান মাহফুজ কবি ও আহ্বায়ক, আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ।
বিকাল ৩টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা গান, নৃত্য, নাটক, কবিতা পরিবেশন করেন।
আকবর আলী রাতুল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর