প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে। হারার ভয়ে বিএনপি নির্বাচনে করেনি। নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখনো তাদের চক্রান্ত শেষ হয়নি। নির্বাচন বাতিলের চেষ্টা চলছে।বিএনপি নিজেদের অফিসে নিজেরাই তালা দেয়, নিজেরাই তালা ভাঙে। তারা যত বেশি সন্ত্রাসী কাজ করবে, মানুষ তাদের তত প্রত্যাখ্যান করবে। তারা নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখনও তারা চক্রান্ত করে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে নির্বাচন বানচালে ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। আমরা সব দলকেই এ ধরনের সহিংসতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানাই।’
এছাড়াও সব দলকে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে কাজ করার আহ্বান জানান তিনি।
গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এ নির্বাচন বানচালে দেশজুড়ে নানা নাশকতা ঘটেছে। বিশেষ করে ট্রেনে আগুন দেয়া এবং রেল লাইন কেটে রাখার কারণে প্রাণহানি নাড়া দেই সবাইকে। সাধারণ মানুষের এসব মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে।