খাইরুল ইসলাম মুন্না, রিপোর্টার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: এটিএন বাংলা জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় শনিবার (১২ জুলাই ) কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতাটি এক উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেল আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ কিরন।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে নুর-ই-সুলতানা নুপুর, মো: বাহারুল ইসলাম, মো: নাঈম হোসাইন, মো খাইরুল ইসলাম মুন্না, নওশাদ মাহামুদ খান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার জন্য অসামান্য বিতর্ক এবং দলগত দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের লেকচার ও চিফ মডারেটর মো: সিফাত হোসেন, এগ্রিবিজনেস বিভাগের লেকচার ফারিহা নূর সৌমি, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান সরকার, ইভেন্ট ম্যানেজমন্ট সম্পাদক সুদীপ্ত দেবনাথ, দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার সানজিদা,, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান সরকার, ইভেন্ট ম্যানেজমন্ট সম্পাদক সুদীপ্ত দেবনাথ, দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার সানজিদা, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
এই সাফল্য অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জন্য একটি গর্বের মুহূর্ত যা বিতর্কে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রতিভা এবং নিষ্ঠার প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের এই বিজয় শিক্ষার্থীদের মধ্যে চিন্তা-ভাবনা এবং জনসমক্ষে বক্তৃতা করার দক্ষতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।