সোমবার (২২ এপ্রিল) সকালে মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির জনসচেতনামূলক প্রচার অভিযান উদ্বোধনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে কারোর বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে। সরকারি অফিসসহ সিটি করপোরেশনের কোনো অফিসে লার্ভা পাওয়া গেলে সেখানেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র বলেন, মশা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী। কিন্তু অত্যন্ত হিংস্র। যার কামড়ে আমাদের মৃত্যু হচ্ছে। এই মৃত্যু ঠেকাতে হলে তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে। এলাকা পরিষ্কার করতে পারলে আমার জীবন বাঁচবে, আপনার জীবন বাঁচবে।
এসময় ৭২টি ওয়ার্ডে ক্যাম্পেইনের পাশাপাশি ৫৪টি ওয়ার্ডে আজ থেকেই অভিযান পরিচালনা করার কথা জানান মেয়র আতিক। এছাড়া মতবিনিময়ের জন্য প্রত্যেক কাউন্সিলরকে ৫০ হাজার করে মোট ৩৬ লক্ষ টাকা দেয়ার কথা জানান তিনি।