ভাতা কার্ড পেতে যারা ৫ থেকে ৭ হাজার টাকা চায় তাদেরকে সাইজ করতে একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন মাহিয়া মাহি। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার রিসিকুল ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে তিনি এ কথা বলেন।
মাহি বলেন,এখানে বয়স্ক, মা-বাবা, প্রতিবন্ধীরা আছেন। তারা কি সবাই ভাতা কার্ড পেয়েছেন, এই ভাতা কার্ড কি ফ্রি পেয়েছেন। আমি এমপি হলে ভাতা কার্ড নিতে টাকা লাগবে না। যদি মেম্বার, চেয়ারম্যানরা বলে ভাতা কার্ড পেতে ৫ থেকে ৭ হাজার টাকা লাগবে। আমাকে খালি ফোন দেবেন। আমি নিজে এসে কার্ড দেব। কারণ, এই অন্যায় তো অনেক আগে থেকে চলে আসছে। এদেরকে সাইজ করতে আমার একটু সময় লাগবে। কারণ এরা অনেক পটু।