জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ১০ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল। সে হিসাবে তার মেয়াদের দেড় বছর বাকি ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পদত্যাগের দাবি তোলেন এনবিআর কর্মকর্তারা।
এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগের সরকারের দেওয়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।