গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীরা, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন। তাঁরা গোপালগঞ্জে এনসিপি সমর্থকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন।
রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, বাংলাদেশপন্থী ঐক্যের ফসল জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে বাংলাদেশ পক্ষের কোনো শক্তির ওপর হামলা হলে সম্মিলিতভাবে তার মোকাবিলা করা হবে। বাংলাদেশের জুলাই যোদ্ধারা আজও সচল। গোপালগঞ্জের এই হামলা প্রমাণ করে, আওয়ামী লীগ ও দিল্লির ষড়যন্ত্র অব্যাহত আছে।
প্রচার ও মিডিয়া সম্পাদক নওসাজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে কোন সংস্কার করতে পারে নাই। আজকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে তাতে প্রশাসনের দুর্বলতা প্রকাশ্যে ভেসে উঠেছে। এই হামলার দায় সরকারকেই নিতে হবে।
এসময় সংগঠনটি দপ্তর সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি চলাকালে একাধিকবার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।