দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষায়ও দেশসেরা ফলাফল অর্জন করেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।
এ বছর দাখিল পরীক্ষায়ও মাদরাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। গত বছরও মাদরাসাটি আলিম পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জন করেছিল।
এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী এ মাদরাসার মোট ১৪৫১ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৭৬৪ জন, ‘এ-’ পেয়েছে ১৭২ জন এবং ‘বি-’ পেয়েছে ১ জন। এবার মাদরাসাটির জিপিএ-৫ এর হার ৪৩.৪৬%।
টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে এবার মোট ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন। অন্যদিকে সাধারণ বিভাগ থেকে মোট ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন।