গতবছরের মেট্রোরেলে ফানুস আটকানোর অভিজ্ঞতার আলোকে এবছর আগে থেকেই প্রস্তুত ছিলো মেট্রোরেল কর্তৃপক্ষ। এবারের থার্টি ফার্স্ট নাইটে যে কোনও ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে মেট্রোরেলের রুট ও এর আশপাশের এলাকার এক কিলোমিটারের মধ্যে ফানুস বা এ জাতীয় কোনও কিছু না ওড়ানোর অনুরোধ করা হয়েছিলো আগেভাগেই। সহায়তা চাওয়া হয়েছিলো পুলিশের। তবুও আটকানো গেলো না মেট্রোরেলে ফানুস আক্রমণ।
থার্টি ফাস্ট নাইটে দিবাগত রাতে মেট্রোরেলের বিভিন্ন অংশে চলাচলের তারে আটকা পড়ে উড়ে আসা ৪০টির মতো ফানুস।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন গণমাধ্যমকে বলেন, গতবছর মেট্রোরেলে ফানুস আটকানোটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। ওই সময় বৈদ্যুতিক তারে ফানুস আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচলও বিঘ্নিত হয়েছিল। তাই এ বছর আমরা আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রাতেই কর্মী নিয়োগ ছিল। তারা বিভিন্ন স্টেশন ও লাইন ঘুরে ঘুরে মেট্রোরেলের তারে আটকে থাকা ফানুস অপসারণ করেছে। আমার কাছে আসা তথ্য মতে প্রায় ৪০টি ফানুস অপসারণ করা হয়েছে। যা গত রাতে মেট্রোরেলের বিভিন্ন স্থানে আটকে ছিল।