বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাকি বিতর্কিত প্রিমিয়ার লিগ! এটা নিয়ে ক্রীড়াপ্রেমীদের নানান কৌতূহল-তর্ক নতুন কিছুই না।দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টি-টোয়েন্টি লিগের গত নয়টি আসরও সমালোচনা আর বিতর্কের জন্ম দেয় বিভিন্ন ইস্যুতে।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটা আসর শুরু হচ্ছে বিতর্ক দিয়ে।
এবার বকেয়া নিয়ে অভিযোগ তুলেছেন ওপেনার অভিষেক মিত্র। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও ঝেড়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
তার ভাষ্যমতে, আমার গত বছরের বিপিএলের বকেয়া পরিশোধ করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমরা আমাদের ভবিষ্যৎ এবং অর্থের জন্য খেলি। কিন্তু তাদের মতো দল খেলোয়াড়দের টাকা দেয় না এবং দিনের পর দিন সেটি নিয়ে সময় পার করে।বেশিরভাগ খেলোয়াড়ই এই বিষয়ে কোনো কথা বলে না। আমি দলটির বর্তমান অপারেশন ম্যানেজারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছি। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আবারও একটি নতুন তারিখ দেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক এবং খারাপ।
যদিও অভিষেকের করা মন্তব্য নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।