আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। বিসিবির ফ্লাগশিপ এই টি-২০ আসরে এবার অংশগ্রহণ করছে ৭ দল।
বিপিএলের এই ৭ দলকে নেতৃত্বে দিচ্ছেন কারা চলুন তা যেনে নেওয়া যাক-
* নতুন করে এবারের আসরে খেলতে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
* বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। ধারণা করা হয়েছিল দলটির নেতৃত্বেও থাকবেন তিনি। তবে তার পরিবর্তে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজিটির দায়িত্ব।
* বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবার নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস।
* এদিকে খুলনা টাইগার্স এর দায়িত্বেও নতুন মুখ। ওপেনার এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছে দলটি।
* ফরচুন বরিশাল এর দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে।
* সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফী বিন মোর্ত্তজার হাতেই রয়েছে।
* আর অভিজ্ঞ অলরাউন্ডার শুভগত হোম চৌধুরীর নেতৃত্বে বিপিএলের গত আসরে খেলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুভাগতের ওপর এই আসরেও আস্থা রেখেছে তারা। শুভাগতই নেতৃত্বে থাকছেন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির।