আন্দোলনের সেই ৩৬ দিন নিয়ে এবার নির্মিত হবে সিনেমা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং টানা ৩৬ দিনের গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পরাজিত করার গল্প এবার বড় পর্দায় আসছে।
তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম এই সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সিনেমার নাম রাখা হয়েছে ‘৩৬শে জুলাই’, যা ইতিমধ্যেই পরিচালক সমিতির খাতায় নিবন্ধিত হয়েছে।
রাশেদ শামীম স্যাম এ প্রসঙ্গে বলেন, “ছাত্র আন্দোলনের ৩৬ দিনের ঘটনাবলি নিয়ে সিনেমাটি নির্মিত হবে। সেই অনুযায়ী চিত্রনাট্য তৈরি হচ্ছে। যারা সেই আন্দোলনের সময় মাঠে ছিলেন, তাদের অনেককেই এই সিনেমায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করব।”
তবে, ‘৩৬শে জুলাই’ সিনেমায় কারা অভিনয় করবেন, সে বিষয়ে নির্মাতা রাশেদ এখনো কোনো ঘোষণা দেননি।
এমএ//