সম্প্রতি ফের সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে। এতে নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। হুমকিদাতাকে খুঁজে বের করতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। হুমকির কারনে সবসময় প্রাণনাশের ভয়ে থাকতে হচ্ছে সালমানকে। যদিও সেজন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন ভাইজান। এমনকি চড়ছেন বুলেটপ্রুফ গাড়ি্তে।
সম্প্রতি লরেন্স বিষ্ণোই ফেসবুক পোস্টে সালমানকে উদ্দেশ্য করে এক বার্তা দেন। সেখানে তিনি লিখেন, ‘সালমান একদম ভেবো না যে, দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। এখন তুমি আমাদের হাতের নাগালে। তোমাকে শুধু ট্রেলার দেখালাম। এবার পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছা যাও। মৃত্যুর জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। ওটা অপ্রত্যাশিতভাবেই আসে।’
বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ফেসবুকের সঙ্গে আমরা যোগাযোগ করে ওই পোস্টের ডিটেইলস জানতে চেয়েছিলাম। জানা গেছে, ইউরোপের কোনো এক দেশ থেকে ফেসবুক অ্যাকাউন্টে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এটা রসিকতা না আদতে খুনের হুমকি? উত্তর জানতে স্থানীয় পুলিশ ও অপরাধ দমন শাখা বিষয়টা খতিয়ে দেখছে।