গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবার ই-কমার্স ব্যবসায় নামছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ ঘোষণা দিয়ে ই-কমার্সের লোগোর জন্য আহবান করেন তিনি।
নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘একটি বিশেষ ঘোষণা, ই-কমার্সের জন্য (মোটামুটি সব ধরনের পণ্য থাকবে) একটি সুন্দর নাম ও লোগোর আহ্বান।
যার নাম সিলেক্ট হবে তিনি পুরস্কার হিসেবে পাবেন ৫ হাজার টাকা ও যার লেগো সিলেক্ট হবে তিনি পাবেন ১০ হাজার টাকাসহ গিফটস। সুন্দর,অর্থবহ ও ইউনিক নাম হতে হবে এবং সৃজনশীল,সুন্দর ও অর্থবহ লোগো হতে হবে’
ই-কমার্স সাইটে যোগাযোগের জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ই-কমার্স সাইটে প্রধান হিসেবে নূর ভাই থাকবেন। তার বিভিন্ন সহকর্মীও এখানে যুক্ত থাকবেন। ই-কমার্স সাইটের কাজ চলছে।