পদত্যাগ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র।
শনিবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন ড. মজিব উদ্দিন আহমেদ। শারীরিক অসুস্থতা এবং বেক্তিগত কারণে ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হাসিবুর রশিদ পদত্যাগ করেন। ৬ আগস্ট পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, সহকারী প্রোক্টর,পরিবহন পুলের পরিচালক। এছাড়ায়াও ধাপে ধাপে পদত্যাগ করেন ছাত্র পরামর্শ পরিচালক, গ্রন্থাগারিক পরিচালক, বহিরাঙ্গন পরিচালক, সহকারী পরিচালক, সিডিটির সহকারী পরিচালকসহ মোট ২২ জন।
বিকে/আরএ