বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় ডিবি প্রধান হারুন অর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।। এরপর তারা একসাথে দুপুরের খাবার খান।
ডিবি অফিসে দুপুরের খাবার খাওয়া প্রসঙ্গে জানতে চাইলে এই শামীম ওসমান বলেন, ‘হারুন ভাইয়ের খাবার নয়, উনার স্ত্রী আমার বোন। তার রান্না করা খাবার খেয়েছি।
তিনি আরো বলেন, ‘হারুন ভাই আমার অনেক আগে থেকে পরিচিত। এক সাথে রাজনীতি করেছি। সে কারণেই দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচন সামনে তাই দেশকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এসব তথ্য তাকে দিয়েছি।’এমপি হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে তথ্যগুলো দিয়ে গেলাম। হারুন ভাই ক্যাপাবল (সক্ষম) অফিসার, সে ব্যবস্থা নিতে পারবে।’