দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে ব্রিটিশ প্রতিমন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে রয়েছেন। এবার একই সঙ্গে আলোচনায় এসেছেন তার পারিবারিক বন্ধু ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান।
শায়ান বর্তমানে ব্রিটিশ রাজার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’-এর উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগের মুখেও শায়ান তার পদে বহাল রয়েছেন। এর আগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শায়ান এবং তার স্ত্রী শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করে। তার বাবার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপে শায়ান একসময় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতেন।
প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিকের খালা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরকালে শায়ানের মালিকানাধীন ১৩ মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনাভাড়ায় থাকতেন।
শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তবে শায়ানের মুখপাত্র দাবি করেছেন, শায়ান একজন আন্তর্জাতিক ব্যবসায়ী এবং ব্রিটিশ নাগরিক। তিনি বা তার স্ত্রী কোনো অপরাধে অভিযুক্ত হননি।
শায়ান একসময় আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ওই পদ থেকে সরে যেতে বাধ্য হন।
আরইউএস//বিএন