সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত ও ব্যতিক্রমী পোশাকের জন্য প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। প্রতিনিয়ত নতুন নতুন ফ্যাশন দিয়ে নেটিজেনদের চমক দেখান তিনি।
উরফির পোশাকের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় কাপড়ের বদলে ব্যবহার করা হয় বিভিন্ন অস্বাভাবিক বস্তু, যেমন ফুল, ফল, তারকাঁটা কিংবা দড়ি। কিন্তু এবার নজর কাড়ার জন্য তিনি কয়েক ধাপ এগিয়ে গেলেন। উরফি নিজের পোশাকে আগুন লাগিয়ে দিলেন, যার ফলস্বরূপ তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।
এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, উরফি কালো রঙের একটি পোশাক পরেছেন যার নিচের দিকে রয়েছে বৃত্তাকার মোড়ক। মঞ্চে উপস্থিত হয়ে তিনি সেই বৃত্তাকার অংশে আগুন ধরিয়ে দেন, যা মুহূর্তেই তার ভ্রু এবং চোখের পাতা পুড়িয়ে দেয়।
ভিডিওটি পোস্ট করে উরফি ক্যাপশনে লিখেন, “আমার ভ্রু ও চোখের পাতা পুড়ে গেছে, তবে পুরো বিষয়টি সার্থক হয়েছে।”
উল্লেখ্য, উরফি প্রথমে টেলিভিশনের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন এবং পরবর্তীতে রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এবার তাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে একটি সিরিজে, যার নাম ‘ফলো কারলো ইয়ার’। সিরিজটি মূলত উরফির জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি। এই সিরিজের প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিয়েই তিনি নিজের পোশাকে আগুন ধরিয়ে দেন।
এমএ//