বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) ২৪ দফা দাবী বিশিষ্ট একটি প্রজ্ঞাপন গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানোর মাধ্যমে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম।
সভাপতি নাহিদ ইসলাম মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, “ফ্যাসিবাদ পতনে যে বিপ্লব সংগঠিত হয়েছে এর পেছনে পুরো দেশের ছাত্রজনতার অবদান রয়েছে। খুব শীঘ্রই আমরা চবি শাখা ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে আনবো, ইনশাআল্লাহ।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম জানান,
“সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে ছাত্র শিবির পুরোপুরি ভাবে সক্রিয় ছিলো এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। চব্বিশের ছাত্র আন্দোলনে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশেই একাত্মতা প্রকাশ করেছে। আমরা চাইলেই হল দখল করতে পারতাম। কিন্তু, আমরা তা করিনি। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সাথে সামঞ্জস্য রেখেই আমরা কার্যক্রম পরিচালনা করবো, ইনশাআল্লাহ।”
পূর্বে ছাত্রলীগে যুক্ত ছিলেন কী না জিজ্ঞেস করলে তিনি জানান, “না, আমি ব্যক্তিগত ভাবে কোনো সময় হলে থাকিনি বা ছাত্রলীগও করিনি।” সিজিপিএ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান, “একটি সংগঠনে ভালো রেজাল্ট এবং খারাপ রেজাল্ট দুই ধরণেরই শিক্ষার্থী থাকবে। তাই, আমি মনে করি, এইদিকটাতে ফোকাস না করে আমাদের দাবী দাওয়া গুলোর ওপর ফোকাস করলে বেশি ভালো হয়।”
সিয়াম//বিএন