বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন ‘ম্যান ইন ফাইনাল’ খ্যাত অ্যাঞ্জেল ডি মারিয়া। চলতি বছরের মে-জুনের মধ্যেই বাংলাদেশ সফরে আসবেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার । কলকাতা হয়ে বাংলাদেশে এসে দেড় দিন ঢাকায় থাকবেন এই সুপারস্টার। বাংলাদেশের ভক্তদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় মার্টিনেজ ও রোনালদিনহোকে আনা ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। টাইমস নাও নিউজে দেয়া এক সাক্ষাৎকারে শতদ্রু দত্ত বলেন, ‘২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মের শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবেন এটা নিশ্চিত।’
শতদ্রু দত্ত আরো জানিয়েছেন, মারিয়ার পর তার লক্ষ্য মেসিকে আনা। তিনি বলেন, ‘মারিয়াকে আনার পর মেসিকে নিয়ে কাজ করব ৷ ২৪ সালেই না হয় ২৫ সালে ভারতবর্ষে আনব তাকে।’ আগামীতে ক্রিস্টিয়ানো রোনালদোকেও আনার ইচ্ছা আছে শতদ্রু দত্ত’র।