২০১৬ সালে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড তারকা মালাইকা অরোরা-আরবাজ খান। এর পর গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে ৪১ বছর বয়সী মেকআপ শিল্পী শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন আরবাজ খান। আরবাজের বিয়ের পর থেকেই বলিপাড়ায় মালাইকার বিয়ে নিয়ে চলছিলো নানান গুঞ্জন। এমনকী, নেটিজেনরাও বার বার মালাইকাকে বিয়ে করতে অনুরোধ করছেন। কিন্তু মালাইকা এ ব্যাপারে এতদিন পরিষ্কার করে কিছু জানাচ্ছিলেন না।
তবে এবার হিন্দি নাচের রিয়্যালিটি শো তে বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা।
সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চে মালাইকাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। সে সময় মালাইকা বলেন, “আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।” তবে এ ক্ষেত্রে তার থেকে বয়সে ১৩ বছরের ছোট প্রেমিক অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।