রংপুরের তারাগঞ্জ উপজেলায় নারী ফুটবল ম্যাচ বন্ধের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা, যার ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রাজশাহীর নারী দলের মধ্যে একটি আন্তজেলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত এক সপ্তাহ ধরে আয়োজকেরা মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের খেলার বিষয়ে অবহিত করছিলেন। কিন্তু আজ দুপুর ১২টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী হঠাৎ খেলা বন্ধের ঘোষণা দেন এবং বিক্ষোভ মিছিলের আহ্বান জানান।
তিনি বলেন, “খেলার স্থানটির মাত্র ৩০০ গজের মধ্যে একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। এটি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতেই এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদ করছি এবং খেলা বন্ধ রাখতে বলছি।”
ফুটবল টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম জানান, “এলাকার ক্রীড়াপ্রেমীদের আনন্দ দেওয়ার জন্যই এ খেলার আয়োজন করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, খেলোয়াড়রাও মাঠে উপস্থিত। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী অযৌক্তিকভাবে খেলা বন্ধের চেষ্টা করছেন।”
বেলা দেড়টার দিকে মাঠে গিয়ে দেখা যায়,
– খেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে
– দর্শকেরা মাঠের আশপাশে জড়ো হচ্ছেন
– ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মাইকিং করে খেলা বন্ধের আহ্বান জানানো হচ্ছে
স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা জানিয়েছেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।