লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী জাকিয়া বারী মম ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও তার উপস্থিতি লক্ষণীয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা প্রায়ই সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন।
গানের ক্ষেত্রে তাকে বিশেষভাবে দেখা না গেলেও সম্প্রতি তিনি রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ প্রকাশ করেছেন, যার সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব।
এখন নতুন খবর হলো, বিরতি কাটিয়ে মম অভিনয়ে ফিরেছেন। তিনি ‘রিমান্ড’ নামে একটি নতুন ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন, যেখানে তিনি ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করবেন। নাটকের গল্প বর্তমান রাজনীতি কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং এটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
নাটক সম্পর্কে মম বলেন, “রাজনীতি ঘিরে ধারাবাহিকটির কাহিনী। আমরা ইতিমধ্যে কিছুদিন শুটিং করেছি। আশা করছি, এটি প্রচারে আসলে সবার ভালো লাগবে।”
এদিকে, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে মম অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’ প্রচার শুরু হয়েছে, যেখানে তার বিপরীতে রয়েছেন অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। পাশাপাশি, এই অভিনেত্রী ‘মাস্টার’ নামের একটি সিনেমার কাজও সম্পন্ন করেছেন।