ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস।বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলকে নিয়ে নির্মিত সিনেমাতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।পারিশ্রমিক হিসেবে তিনি নিচ্ছেন শুধু মাত্র ১০০ টাকা।
সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।
সিনেমাটির নির্মাতা সালমান হায়দার অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার ব্যাপারে বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।
এখন পর্যন্ত নির্মিতব্য সিনেমাটির দুটি নামকরণ করা হয়েছে। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’। এর মধ্যে যেকোনো একটি নাম চূড়ান্ত হবে।