এবার একদল শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে মামলা করেছে এবং প্রতিজন শিক্ষার্থী ক্ষতিপূরণ হিসেবে ২০ মিলিয়ন ওয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা দাবি করেছে, যা তাদের এক বছরের টিউশন ফির সমান। তাদের অভিযোগ, কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের দেড় মিনিট আগে কলেজের ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় দেশটির সরকারের বিরুদ্ধে তারা মামলা করেছেন।
তাদের আইনজীবী বলেছেন, এ ত্রুটিটি শিক্ষার্থীদের পরীক্ষায় প্রভাব ফেলেছে।
ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। অন্তত ৩৯ জন শিক্ষার্থীর মঙ্গলবার তাদের দায়ের করা মামলায় জানায়, রাজধানী সিউলের একটি পরীক্ষা কেন্দ্রের ঘড়িতে সঠিক সময়ের আগেই ঘণ্টা বাজতে শুরু করে। কিছু শিক্ষার্থী সাথে সাথেই এ বিষয়ে অভিযোগ করলেও দ্বায়িত্বরত শিক্ষক তাদের কথার কর্ণপাত না করে খাতা নিয়ে যায়।
অনেক শিক্ষার্থী এর তাৎক্ষণিক প্রতিবাদ করলেও পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজার উত্তরপত্র নিয়ে নেন। পরবর্তী পরীক্ষা শুরু হওয়ার আগমুহূর্তে শিক্ষকেরা এই ভুল ধরতে পারেন।
শিক্ষার্থীরা জানান, তারা বিষয়টি নিয়ে এতটাই বিমর্ষ হয়ে গিয়েছিলেন যে পরের পরীক্ষাগুলোতে তারা আর মনোযোগ দিতে পারেননি। জানা গেছে, অনেক শিক্ষার্থী হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যান।