সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে দুটি মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য। সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা-সংক্রান্ত নানার দিক দেখভাল করছেন সালাহ উদ্দিন।
জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে এবং ২০২২ সালে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে