রাজনীতিতে এর আগে সরাসরি কখনও দেখা যায়নি অভিনেত্রী সোহানা সাবাকে। এবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ঢাকা বিভাগ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয়তলা থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বাবার আদর্শে আমিও আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই।
এর আগে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। কিন্তু আমি সরাসরি রাজনীতিতে অংশ নেবো তা ভাবতে পারেননি।
সুযোগ পেলে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েই জনসেবা করতে চান সোহানা সাবা। তার ভাষ্য, তিনি সবসময় সাধারণের মতোই চলাফেরা করেন তাই সবার ভাষা বুঝতে সহজ হবে অভিনেত্রীর জন্য।


