রিয়াল মাদ্রিদের ভক্তদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে নিয়ে উচ্চ প্রত্যাশা ছিল। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোলমুখী হতে না পারলেও, চতুর্থ ম্যাচে এমবাপ্পে তার প্রতিশ্রুতি পূরণ করলেন। রিয়াল বেটিসের বিরুদ্ধে এমবাপ্পের দুটি গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জয় লাভ করে।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে রিয়াল মাদ্রিদ ছিল নিষ্প্রভ। অপরদিকে, বেটিস বেশ আক্রমণাত্মক খেলা উপস্থাপন করে এবং বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।
প্রথমার্ধে কিছু ভাল সুযোগ তৈরি হলেও গোল না হওয়ায় দুই দলই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।
বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে এমবাপ্পে বক্সের ভেতরে বল পেয়ে তা জালে পাঠান এবং রিয়ালের জন্য প্রথম গোল করেন। এরপর, ৭৫ মিনিটে ডি বক্সে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করার পর রিয়াল পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে এমবাপ্পে তার দ্বিতীয় গোলটি করেন।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে ৪ ম্যাচে ২টি করে জয় ও ড্র নিয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। শীর্ষে রয়েছে বার্সেলোনা, যারা প্রথম চার ম্যাচে জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।