রাবি প্রতিনিধি: যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫ সালের প্রকাশিত তালিকায় রাবির অবস্থান ৪০১-৫০০ এর মধ্যে। এই তালিকায় এবার রাবিসহ বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ২৩ এপ্রিল টিএইচই’র ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে ৩য় স্থান অধিকার করেছে।
দীন/আরইউএস