এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই ছেলে আসাদুল আলম মাহির আশরাফুল আলম ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মো.দাউদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুদকের চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুলতান মাহমুদ এ আবেদন করেন। আবেদনে তাদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে বলা হয়েছে।
দুদকে আবেদনপত্র অনুসারে, “অবৈধভাবে অর্জিত এবং জ্ঞাত আয় বর্হিভূত অর্থ উপার্জন করায় আসাদুল আলম মাহির, আশরাফুল আলম ও সৈয়দ আবু মো. দাউদের বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ বাজেয়াপ্ত করে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে সর্বোচ্চ শাস্তি দেয়ায় সদয় আর্জি জানানো হয়েছে।”
বিএন